Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

এক নজরে

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর স্বরাষ্ট মন্ত্রণালয়ের অধীন সেবা সুরক্ষা বিভাগের একটি সেবা ধর্মী প্রতিষ্ঠান। এ বিভাগ মানব সৃষ্ট ও প্রাকৃতিক দুর্যোগ যথা অগ্নিকান্ড, দৈব দুর্ঘটনা, যুদ্ধাবস্থা, বিমান আক্রমন কিংবা যে কোন আপদকালীন সময়ে মানুষের তথা আর্তমানবতার সেবার জন্য সার্বক্ষণিক ভাবে অতন্দ্র প্রহরীর মতো নিয়োজিত থাকে। পূর্বতন ফায়ার সার্ভিস বা ফায়ার বিগ্রেড বা দমকল বাহিনী, সিভিল ডিফেন্স বা বেসামরিক প্রতিরক্ষা বাহিনী ও রেসকিউ বা উদ্ধার বাহিনী-এ তিন বাহিনী মিলে ১৯৮২ সালে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স গঠিত হয়।
প্রধান কাজ ৪টি :
১। অগ্নি নির্বাপন ২। উদ্ধার ৩। প্রাথমিক চিকিৎসা ৪। প্রশিক্ষণ
মূলমন্ত্র : গতি, সেবা, ত্যাগ।
উপজেলা কার্যালয় : ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন, ঈশ্বরগঞ্জ , ময়মনসিংহ।
অধিদপ্তরের নাম : ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর, বাংলাদেশ।
মন্ত্রণালয় :  স্বরাষ্ট্র্য মন্ত্রণালয়,  প্রতিষ্ঠা  তাং- ২২ ডিসেম্বর ২০০৫ইং